Class 9 18th week assignment answer physics


 

 

 

 

 

 

অ্যাসাইনমেন্ট-২০২১

৯ম শ্রেণি- ১৮ তম সপ্তাহ

বিষয়ঃ পদার্থবিজ্ঞান

এ্যাসাইনমেন্ট-

শিরোনামঃ সংঘর্ষ ও এর ভয়াবহতার কারণ

 

 

 

 

 

 

 

 

নির্ধারিত কাজের উত্তর

 

আমার চারপাশের অসংখ্য সংঘর্ষের ভেতর পাঁচটি উল্লেখযোগ্য সংঘর্ষ শনাক্ত করে নিম্নে উল্লেখ করা হলোঃ

 

ঘটনা-:

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র‍্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনা-২:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের ধাক্কায় ভ্যানগাড়ি খাদে পড়ে চালক নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনা-৩:

বরিশালের উজিরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কে উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার বৃহস্পতিবার রা‌ত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনা-৪:

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চালকসহ দুইজন। হাটিকুমরুল-পাবনা মহাসড়কে উপজেলার গাড়াদহ এলাকায় বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনা-৫:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের কুচিয়ামোড়া এলাকায় দুর্ঘটনায় একটি ট্রাক, ৫টি প্রাইভেটকার ও আরাম পরিবহনের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

 

উপরোক্ত ঘটনা গুলোর মধ্যে তিন নম্বর ঘটনাটি সবচেয়ে ভয়াবহ ছিল নিচে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে কারণ ব্যাখ্যা করা হলোঃ

 

মূলত ট্রাকমোটরসাইকেলের বেপরোয়া বেগই ছিলো সংঘর্ষের কারণ

 

ধরি,

 সংঘর্ষের সময় ট্রাকের ভর ছিল m1 মোটরসাইকেলের ভর ছিল m2

যেহেতু মুখোমুখি সংঘর্ষ হয়েছে তাই মোটরসাইকেলের বেগ ট্রাকের বেগ এর বিপরীত

অর্থাৎ ট্রাকের বেগ u হলে মোটরসাইকেলের বেগ –u

যেহেতু মোটরসাইকেলের ভর m2 ট্রাকের ভরেm1 তুলনায় অনেক কম তাই সেটাকে শুন্য ধরে নিলে খুব বেশি ভুল হবেনা

m2 কে শুন্য ধরে সংঘর্ষের পর ট্রাকের বেগ,

 

 


m2 কে শুন্য ধরে সংঘর্ষের পর মোটরসাইকেলের বেগ,

 

 

 


ফলাফলটি খুব ভীতিজনক। সংঘর্ষের পর ট্রাকটি একই বেগে যেতে থাকবে অর্থাৎ সংঘর্ষের তেমন কোনো ভয়াবহতা অনুভব করবে না কিন্তু মোটরসাইকেলের বেগ

 

-u থেকে পরিবর্তন হয়ে 3u হয়ে যাবে যার অর্থ মোটরসাইকেলের বেগের দিকে পরিবর্তিত হয়ে উল্টোদিকে {3u-(-u) = 4} চারগুণ বেগে ছিটকে যাবে

যে কারণে প্রাণহানি হওয়া খুবই স্বাভাবিক একটি ব্যপার

 

উপরোক্ত গাণিতিক সমাধান থেকে আমরা জানতে পারি মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষের ভয়াবহতার পেছনে মূল কারুকাজটি করেছে তাদের বেগ।

 

 

 

Post a Comment

Previous Post Next Post