Class 6 19th week biggan assignment answer

 

 

 

 


 

 


অ্যাসাইনমেন্ট-২০২১

৬ষ্ঠ শ্রেণি- ১ তম সপ্তাহ

বিষয়ঃ বিজ্ঞান

এ্যাসাইনমেন্ট-

শিরোনামঃ মিশ্রণ

 

 

 

 

 

 

 

 

নির্ধারিত কাজের উত্তর(১)

১ম পাত্রে অসমসত্ব মিশ্রণ রয়েছে। নিম্নে এর যুক্তিসহ ব্যাখ্যা প্রদান করা হলোঃ

পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাই মিশ্রণ। যে সকল মিশ্রণে উপাদানসমূহ সুষমভাবে বন্টিত থাকে না এবং একটি থেকে অন্যটি সহজেই আলাদা করা যায় তাকে অসমসত্ব মিশ্রণ বলে।

১ম পাত্রে রয়েছে ঝালমুড়ি। ঝালমুড়িতে সকল উপাদান সুষমভাবে বন্টিত থাকে না। কোন ভাগে মুড়ি একটু বেশি থাকে আবার কোনটিতে চানাচুর কিছুটা বেশি থাকে এবং ঝালমুড়িতে বিদ্যমান প্রত্যেকটি উপাদানকে খুব সহজে আলাদা করা যায়। অর্থাৎ ঝালমুড়ি একটি অসমসত্ব মিশ্রণ।

তাই পরিষেশে বলা যায়, ১ম পাত্রে অসমসত্ব মিশ্রণ রয়েছে।

নির্ধারিত কাজের উত্তর(২)

 

কাজঃ অপরিষ্কার লবণ মিশ্রিত পানি থেকে লবণের     স্ফটিক তৈরির কার্যপদ্ধতি।

 

প্রয়োজনীয় উপকরণঃ ১টি বিকার, চামচ, নাড়ানি, ত্রিপদি স্ট্যান্ড, তারজালি, ফানেল, ফিল্টার কাগজ, রিং যুক্ত স্ট্যান্ড, অপরিষ্কার লবণ মিশ্রিত পানি

 

কার্যপদ্ধতিঃ

·    অপরিষ্কার লবণ মিশ্রিত পানি থেকে পরিস্রাবণ এর মাধ্যমে পরিষ্কার লবণ-পানির দ্রবণ অর্থাৎ লবণাক্ত পানি বানাতে হবে

·    এবার লবণাক্ত পানি একটি বিকারে নিয়ে বিকারকের ত্রিপদী স্ট্যান্ড এর উপর রাখা তারজালির ওপর বসিয়ে তাপ দিতে হবে

·    তাপ দিতে দিতে বিকারে লবণাক্ত পানির আয়তন প্রায় অর্ধেকে পরিণত হলে তাপ দেয়া বন্ধ করতে হবে

·    অতঃপর বিকারে একটি ঢাকনা দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে

বিকারটি ঠান্ডা হওয়ার পরে বিকারের তলায় বা গায়ে লবণের দানা জমা হতে শুরু করেছে এমনটা দেখা যাবে এই দানাযুক্ত লবন হলো লবণের স্ফটিক। অনেক সময় বাইরে থেকে দু-একটি লবণের দানা যোগ করতে হয় এতে করে লবণের দানাকে ঘিরে খুব দ্রুত স্ফটিক তৈরি  হয়।




image used from: Photo by Nicolas Ruiz on Unsplash

 

 

 

3 Comments

Previous Post Next Post