পদ্মা নদী বাংলা অনুচ্ছেদ।

 পদ্মা নদী বাংলা অনুচ্ছেদ



পদ্মা নদী এর কিছু চিত্র

পদ্মা নদী এর কিছু চিত্র

পদ্মা নদী

বাংলাদেশ একটি নদীমাতৃক দেশবর্তমানে ছোট-বড় মিলিয়ে এদেশের

 ভূখণ্ডের ৭০০ টি নদ-নদী রয়েছে। এগুলোর আয়তন দৈর্ঘ্যে ২২,১৫৫

 কিলোমিটার। এদের মধ্যে পদ্মা নদী বাংলাদেশের অন্যতম প্রধান

 নদী। এর গড় গভীরতা ২৫৯ মিটার। গড়  প্রস্থ ১০ কিলোমিটার। এটি

দৈর্ঘ্যে ১২০ কিলোমিটার। এটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘ্যতম নদী

পদ্মা নদী ভারত  ভারতের উত্তরবঙ্গে গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা

 নামে পরিচিত এর উৎপত্তিস্থল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে। উত্তর

 ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা রাজশাহী জেলা দিয়ে

 পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এটি গোয়ালন্দের নিকট

 ব্রম্মপুত্রের প্রধান ধারা যমুনা সঙ্গে মিলিত হয়েছে চাঁদপুরে এসে 

নদী মেঘনার সাথে মিলিত হয়ে বরিশাল ও নোয়াখালী অতিক্রম করে

 বঙ্গোপসাগরে পতিত হয়েছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী গঙ্গা-

পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন ৩৪,১৮৮ বর্গ কিলোমিটার পশ্চিম

 থেকে পূর্বে নিম্নগঙ্গায় অসংখ্য শাখা নদীর মধ্যে উল্লেখযোগ্য

হচ্ছেভাগীরথী,হুগলি,মাথাভাঙ্গা,ইছামতি,ভৈরব,কুমার,কপোতাক্ষ,

নবগঙ্গা,চিত্রা,মধুমতি,আরিয়ালখা ইত্যাদি। পদ্মা নদীকে কেন্দ্র করে

 সৃষ্টি হয়েছে নানা সাহিত্য। মানিক বন্দ্যোপাধ্যায় এর বিখ্যাত উপন্যাস

 "পদ্মা নদীর মাঝি" এই নদীর তীরের মানুষের জীবনকে কেন্দ্র করেই

 লেখা। এই নদীর রূপ দেখে কবি তালহা আজিজ বলেছেন,

"পদ্মার তীরেতে বসবাস আমার, 

মুগ্ধ আমি রূপ দেখে তার। 

এর তীরেই আছে কত শত স্মৃতি। 

রাতে জোনাকিরা দেয় জ্যোতি; 

মনে হয়যেন স্বর্গের ছায়া! 

কি অপরূপ তার মায়া! "

 

পদ্মা নদী এর ইংরেজি অনুবাদ

Bangladesh is a riverine country. There are 600 rivers in the land. They are 22,155 in size and length Kilometers. The Padma River is one of the major rivers in Bangladesh. The average depth of the river is 259 meters. The average width is 10 km.120 km in length. It is the second longest river in Bangladesh. The Padma River is the Ganges in India and North Bengal of India and the Padma in Bangladesh. Known as. It originates in the Gangotri Glacier in the Himalayas. The answer The Ganges passes through several states of India through the Rajshahi district. It has entered Bangladesh under the name of Padma. It is near Goalanda. The main stream of the Brahmaputra has merged with the Jamuna. The river joins the Meghna and crosses Barisal and Noakhali has fallen into the Bay of Bengal. Ganges is one of the largest rivers in Bangladesh. The area of ​​the Padma floodplain is 34.16 sq km. West Notable among the numerous tributaries in the lower Ganges east of Being- Bhagirathi, Hooghly, Mathabhanga, Ichhamati, Bhairab, Kumar, Kopotaksh,Nabaganga, Chitra, Madhumati, Arialkha etc. It centers on the river Padma Various literatures have been created. Manik Banerjee's famous novel "Padma Nadir Majhi" focuses on the life of the people on the banks of this river Writing. Seeing the shape of this river, the poet Talha Aziz said,

"I live on the banks of the Padma,
I was fascinated by her appearance.
There are hundreds of memories on its shores.
At night the fireflies give light;
It seems like the shadow of heaven!
What a wonderful Maya! "

I am not an expert in English. I just translated it.

পদ্মা নদী এর কিছু চিত্র

 
পদ্মা নদী এর কিছু চিত্র

পদ্মা নদী এর কিছু চিত্র


QUESTION AND ANSWER

পদ্মা নদীর দৈর্ঘ্য কত?
 =১২০ কি.মি.।
বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি?
 =পদ্মা নদী ।
পদ্মা নদীর গড় গভীরতা কত?
 =২৫৯ মিটার ।

Information I used for পদ্মা নদী 

Wikipedia: https://cutt.ly/oQs6IUK
Class 9-10 bgs nctb book

I think you have got some information about padma river. Please share this post ALLAH HAFEZ.


Post a Comment

Previous Post Next Post